শিরোনাম ::
লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইসরায়েলে হামলা জরুরি ছিল, তবে ভুলও হয়েছে

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
ইসরায়েলে হামলা জরুরি ছিল, তবে ভুলও হয়েছে


জেরুজালেম, ২২ জানুয়ারি – গত বছরের ৭ অক্টোবরের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অনেকটা আকস্মিকভাবেই ইসরায়েলে হামলা চালিয়েছে। এবার সেই হামলা নিয়ে ১৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তাতে গত ৭ অক্টোবরের হামলাকে ‘জরুরি পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে তারা। তবে এই হামলায় কিছু ভুল হয়েছে বলেও স্বীকার করে হামাস।

রোববার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি ইংরেজি ভাষার পাশাপাশি আরবিতে প্রকাশ করা হয়।

হামাসের ওই প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবরের হামলা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি ষড়যন্ত্রের মোকাবিলা করতে ‘জরুরি পদক্ষেপ’ ছিল।

হামাসের দাবি, কিছু ত্রুটি হয়েছে… ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার দ্রুত পতন এবং গাজার সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে।

হামাস বলছে, গাজায় সব ধরনের ইসরায়েলি আগ্রাসন, অপরাধ ও হত্যাকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে ইসরায়েলকে। ইসরায়েলের ভবিষ্যৎ কি হবে তা তাদের নির্ধারণ করার যোগ্যতা আছে। বিশ্বের অন্য কারও এই অধিকার নেই।

প্রসঙ্গত, গাজায় ৭ অক্টোবর ইসরায়েলি হামলার পর সেখানে শতাব্দীর সবচেয়ে অমানবিক হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় ২৫ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ জানুয়ারি ২০২৪





আরো খবর: