মস্কো, ০৩ জানুয়ারি – ইরানের কেরমান শহরে সন্ত্রাসীদের চালানো ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (৩ জানুয়ারি) ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেত হওয়া মানুষদের ওপর এই বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে।
বোমা হামলার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি লিখেছেন পুতিন। এতে তিনি লিখেছেন, ‘সমাধিস্থলে যাওয়া শান্তিপ্রিয় মানুষকে হত্যা জঘন্যতম নিষ্ঠুরতা।’
এছাড়া পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারও বোমা হামলার নিন্দা জানিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘কেরমানে সন্ত্রাসী হামলায় অসংখ্য প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। পাকিস্তান এ জঘন্য কাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং ইরানের পাশে রয়েছে। এমন কঠিন মুহূর্তে ইরান সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’
ইরানের হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠী এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ‘এই জঘন্য ঘটনা প্রমাণ করছে যারা ইসলামিক রিপাবলিক, বৈশ্বিক আগ্রাসনকে মোকাবিলায় ইরানের কাজকে এবং ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ বাহিনীকে করা সমর্থনকে অবমূল্যায়ন করতে চায় তারা তাদের অপরাধের পরিধি বৃদ্ধি করেছে।’
এছাড়া শহীদ কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর দিন করা এ হামলাকে হুথিরা ‘সন্ত্রাসী বোমা হামলা’ হিসেবে অভিহিত করেছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৩ জানুয়ারি ২০২৪