শিরোনাম ::
ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইরাক থেকে দূতাবাস সরিয়ে নিল সুইডেন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩
ইরাক থেকে দূতাবাস সরিয়ে নিল সুইডেন


স্টকহোম, ২২ জুলাই – ইরাকের বাগদাদ অস্থায়ীভাবে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়েছে সুইডেন। দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দূতাবাসে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার কারণে দূতাবাসের কার্যক্রম এবং দূতাবাস কর্মীদের সাময়িকভাবে স্টকহোমে স্থানান্তরিত করা হয়েছে।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, দূতাবাসে হামলা ‘একেবারেই অগ্রহণযোগ্য’ এবং তার সরকার কোরআন বা অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সুইডিশ সরকার উপলব্ধি করেছে, সুইডেনে বিক্ষোভকালে কিছু ব্যক্তির দ্বারা সংঘটিত ঘৃণ্য কাজ মুসলিমদের কাছে আপত্তিকর হতে পারে।

সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে একদল আন্দোলনকারী।

পুলিশের অনুমতিতে দেশটিতে এমন ঘৃণ্য কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর চুপ ছিল সুইডেন প্রশাসন। কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব।

আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ। বিবৃতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কাউন্ট্রিজও (ওআইসি)।

এদিকে বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত সুইডেনের দূতাবাসে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

দূতাবাসে হামলার কয়েক ঘণ্টা পর সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। এছাড়া সুইডেনে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ জুলাই ২০২৩





আরো খবর: