বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইরাককে সিরিয়া যুদ্ধ থেকে দূরে রাখুন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিদ্রোহী নেতা জোলানি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪


বাগদাদ, ০৬ ডিসেম্বর – ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির প্রতি সিরিয়ার যুদ্ধ থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। সম্প্রতি শক্তিশালী সশস্ত্র একটি গোষ্ঠীর পক্ষ থেকে সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানানোর প্রেক্ষিতে পাল্টা এই অনুরোধ করা হলো। তবে ইরাক জানিয়েছে, তারা সিরিয়ার সঙ্গে থাকা তাদের ৬০০ কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করতে সাঁজোয়া যান পাঠিয়েছে।

গত সোমবার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতেব হিজবুল্লাহ সিরিয়ায় সেনা পাঠানোর ওই আহ্বান জানিয়েছিল। কাতেব ইরান সমর্থিত সাবেক আধা সামরিক বাহিনীগুলোর জোট হাশেদ আল-শাবির অংশ। বর্তমানে গোষ্ঠীটি ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত রয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীকে শিয়া আল-সুদানির উদ্দেশ্যে ভিডিও বার্তায় সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তাতে না জড়ানোর হুঁশিয়ারি দেন জোলানি। তিনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তাতে হস্তক্ষেপ করা থেকে হাশেদ আল-শাবিকে বিরত রাখুন। সিরিয়ার চলমান যুদ্ধে ইরাকে অনেকে ভয়ে আছেন। এর মধ্যে অনেক রাজনীতিকও রয়েছেন, যারা মনে করছেন সিরিয়ার চলমান পরিস্থিতি ইরাক পর্যন্ত গড়াবে। অথচ তাদের এই ধারণা শতভাগ ভুল বলে মন্তব্য করে জোলানি।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস চলতি সপ্তাহে জানিয়েছে, ইরান সমর্থিত প্রায় ২০০ ইরাকি যোদ্ধা সিরিয়ার সরকারকে সাহায্য করতে দেশটিতে প্রবেশ করেছে।



আরো খবর: