বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইমরান খানের অর্থ-সম্পদ বেড়েছে বহুগুণ, তবে নেই কোনো গাড়ি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
ইমরান খানের অর্থ-সম্পদ বেড়েছে বহুগুণ, তবে নেই কোনো গাড়ি

ইসলামবাদ, ৩১ ডিসেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পত্তি গত পাঁচ বছরে বহুগুণ বেড়েছে। তবে প্রচুর সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তার নিজস্ব কোনো গাড়ি নেই।

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে অংশ গ্রহণের জন্য দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। মনোনয়নপত্রে দেওয়া সম্পত্তির বিবরণ থেকে এ তথ্য জানা গেছে বলে রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম জিও টিভি।

প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালে ইমরান খানের সম্পত্তির পরিমাণ ছিল ৩৮ দশমিক ৬৯ মিলিয়ন রুপি। সেখান থেকে সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ দশমিক ২ মিলিয়ন রুপি।

মনোনয়নপত্রে দেওয়া বিবরণীতে বিভিন্ন স্থানে জায়গা-জমি, ফ্ল্যাট এবং দোকান থাকার তথ্য জানিয়েছেন ইমরান। এছাড়া নিজের কাছে নগদ ৩১ দশমিক ৫ মিলিয়ন রুপি রয়েছে বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তবে তার কাছে কোনো ব্যক্তিগত গাড়ি নেই।

ইমরান খান মনোনয়নপত্রে উল্লেখ করেছেন তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বি.এ ডিগ্রি অর্জন করেছেন এবং তার পেশা মানুষের সেবা করা।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হবে। এতে দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের নির্বাচন কমিশন সেগুলো বাতিল করে দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট


আরো খবর: