বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইঞ্জিন বিকল হয়ে ভাসমান নৌকা থেকে সাত জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকা থেকে সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কোস্টগার্ড।

এতে কোস্টগার্ডের কমান্ডার লে. খন্দকার মুনিফ তকি জানান, গত মঙ্গলবার ‘মায়ের দোয়া সালমা’ নামে একটি মাছ ধরার নৌকা কক্সবাজার থেকে সাত জেলে নিয়ে সমুদ্রে যায়। রবিবার আনুমানিক রাত ১০টায় বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তিনি জানান, এরপর থেকে নৌকাটি সমুদ্রে ভাসতে থাকে।
সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ভাসমান নৌকাটি নেটওয়ার্কের মধ্যে এলে মাঝিরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান। কোস্ট গার্ডের একটি দল কক্সবাজার থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সাত জেলেসহ নৌকাটি উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের বিসিজি স্টেশন কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ দেওয়া হয়েছে। পরে উদ্ধার হওয়া জেলে এবং নৌকাটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড


আরো খবর: