রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইচ্ছাকৃতভাবে কেউ পন্যের দাম বেশী নিলে ব্যবস্থা-তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ মার্চ, ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে পন্যের যথেষ্ট মজুদ আছে, তাই ইচ্ছাকৃতভাবে কেউ পন্যের দাম নিলে ব্যবস্থা নেয়া হবে। একশ্রেনীর অসাধু ব্যবসায়ীর চক্র যারা দাম বাড়ায় এই অশুভ চক্র ভাঙ্গতে হবে।

তিনি রবিবার সকালে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুমু সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি,কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ,জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, কানাডা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার হাসান সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী সরকারের দেয়া একটি বাড়ি, একটি খামার প্রকল্প, বিভিন্ন ধরণের ভাতা ও সহযোগিতা সাধারন মানুষ কে জানানোর জন্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন।


আরো খবর: