কিয়েভ, ০৭ সেপ্টেম্বর – ইউক্রেনের পূর্ব দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩৩জন। ক্ষেপণাস্ত্র হামলার জন্য মস্কোকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব দোনেৎস্কের কোস্ত্যন্তিনিভকাতে শহরের একটি ব্যস্ততম বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩৩জন। ক্ষেপণাস্ত্র হামলায় বাজারের ফার্মেসিসহ বিভিন্ন দোকানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বাজারের শেষ মাথায় যেখানে মানুষ কেনাকাটা করছিল সেখানে বিস্ফোরণ ঘটেছে।
ক্ষেপণাস্ত্র হামলার জন্য মস্কোকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিস্ফোরণে যারা মারা গেছে তারা কোনও ভুল করেননি।
এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের শান্তিপূর্ণ শহরে হামলা করেছে। তিনি হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এছাড়াও এই হামলাকে ‘পুরেপুরি অমানবিক’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। অন্যদিকে তার স্ত্রী ও ইউক্রেনের ফার্স্ট লেডি স্ত্রী ওলেনা জেলেনস্কা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটিকে ‘ভয়াবহ নিষ্ঠুরতা’ বলে মন্তব্য করেছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত ইউক্রেনের এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি মস্কো।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ সেপ্টেম্বর ২০২৩