শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসির প্রধান প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইউক্রেনের হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩
ইউক্রেনের হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত


মস্কো, ২২ জুলাই – ইউক্রেনের দক্ষিণপূর্বের জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন রাশিয়ান সাংবাদিক। নিহত সাংবাদিক রাশিয়ার আরআইএ নিউজ এজেন্সিতে কর্মরত ছিলেন।

শনিবার (২২ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আর্টিলারি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত হওয়ার পর তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু পথে ওই সাংবাদিকের মৃত্যু হয়।

এজেন্সিটি তার মৃত্যুর খবর প্রকাশ করে জানিয়েছে, পিয়াটিখাটকির ফ্রন্ট লাইন গ্রামের কাছে তাকে হত্যা করা হয়েছে।

রাশিয়ান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে প্রথমে চার সাংবাদিক আহত হয়। পরে একজন নিহত হয়।

সম্প্রতি ইউক্রেনকে ‘বিতর্কিত’ ক্লাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা অনেক দেশের উদ্বেগ থাকা সত্ত্বেও এই বোমা দেওয়া হয়। মার্কিন এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে এই বোমা ব্যবহার করছে ইউক্রেন।

হোয়াইট হাউজেরর জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার (২০ জুলাই) বলেন, আমরা ইউক্রেনীয়দের কাছ থেকে কিছু প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছি ও তারা ক্লাস্টার বোমা বেশ কার্যকরভাবে ব্যবহার করছে।

কিরবি বলেন, অস্ত্রগুলো তারা যথাযথ ও কার্যকরভাবে ব্যবহার করছে। এ বিষয়ে ইউক্রেন থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ জুলাই ২০২৩





আরো খবর: