শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আসছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকতে পারে তিন দিন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

ঋতুবৈচিত্র্যের নিয়ম মেনেই যেন এবার শীত তার আগমনী জানান দিল। ঋতুটি প্রথম মাস পৌষের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মোটামুটি শীত জেঁকে বসেছে। প্রতিদিনই কমে আসছে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার থেকে সেই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। ফলে এই মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সোমবার থেকে তাপমাত্রা কমে আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আর এই অবস্থা থাকতে পারে টানা দুই দিন। তার মানে সোম বা মঙ্গলবার থেকে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে।

সাধারণত বড় এলাকাজুড়ে আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু, ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, সোমবার রাত থেকে রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এই শৈত্যপ্রবাহ আগামী দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হবে না বলেই তারা মনে করছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুরের বদলগাছি, দিনাজপুর, নীলফামারীর সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নেত্রকোনা, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা ১৩ থেকে ১০ ডিগ্রির মধ্যে আছে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, রাজশাহীতে ১২ দশমিক ৮, খুলনায় ১৫ দশমিক ৩, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৪ দশমিক ৪, রংপুরে ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে


আরো খবর: