বান্দরবানের আলীকদম-থানচি সড়কে (পিকনিক) পর্যটকের গাড়ি খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম (২৭)। এ ঘটনায় আরও ১৫ জন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিক জিপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের নাম আবুল কালাম (২৭)।
এ ঘটনায় আরও ১৫ জন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতরা সবাই পর্যটক। তারা কক্সবাজারের রামু থেকে পিকআপে করে আলীকদম ডিমপাহাড় ও থানচিতে বিভিন্ন পর্যটন স্পটে বেড়াতে এসেছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে আলীকদম হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদের মধ্যে আহত ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন জানান, পিকনিকের একটি জিপ খাদে পড়ে ১ জন মারা গেছে। আহতদেরৃ মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।