ওয়াশিংটন, ২৫ অক্টোবর – জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দাবি করেছেন, নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে নিজের দেওয়া বক্তব্যে মহাসচিব গুতেরেস বলেন, হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি।
হামাস নিয়ে এমন মন্তব্য করার পর দখলদার ইসরায়েলিদের তোপের মুখে পড়েন গুতেরেস। এমন তোপ ও সমালোচনার মুখে আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, তার বক্তব্য যেভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এতে তিনি বিষ্মিত হয়েছেন।
তিনি বলেছেন, ‘আমার কিছু বক্তব্য যেভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এতে আমি বিষ্মিত হয়েছি। আমি যেন হামাসের হামলাকে সমর্থন জানিয়েছি। এটি মিথ্যা। এটি ছিল বিপরীত।’
তিনি আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি ভিকটিম ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভুল (ধারণা) সঠিক করা প্রয়োজন।’
গতকাল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘এটি স্বীকার করে নিতে হবে ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে।’
‘তারা দেখেছে তাদের তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে। এই সমস্যার রাজনৈতিক সমস্যার যে আশা তাদের ছিল সেটি হারিয়ে যাচ্ছে।’
এরমাধ্যমে মূলত তিনি বোঝান ইসরায়েলিদের দখলদারিত্বের মধ্যে থেকে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই ক্ষোভ থেকেই হামাস ইসরায়েল গত ৭ অক্টোবর এমন হামলা চালিয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ অক্টোবর ২০২৩