সিলেট, ০১ জানুয়ারি – সিলেটে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জানুয়ারি) নগরীর জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলের কর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ জানুয়ারি ২০২৪