শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আজ টেকনাফ পৌরসভা ও দুই ইউনিয়নে নির্বাচন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

হাফেজ মুহাম্মদ কাশেম::

আজ রবিবার ২৬ ডিসেম্বর টেকনাফ পৌর সভা ও দুই ইউনিয়নে ভোটগ্রহণ। ইউনিয়ন ২টি হচ্ছে বাহারছড়া ও সেন্টমার্টিনদ্বীপ। এবারেই সর্বপ্রথম টেকনাফ পৌর সভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

এবারে টেকনাফ পৌরসভায় ৪ জন কাউন্সিলর বিনা প্রতিদন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। এরা হলেন সাধারণ ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর, সাধারণ ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবদুল্লাহ, সাধারণ ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাওলানা মুজিবুর রহমান, সাধারণ ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মনিরুজ্জামান। সংরক্ষিত ৩টি আসনের মোট প্রার্থী ১০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২১ জনসহ সর্বমোট ৩৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬০৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪১২ এবং মহিলা ভোটার ৭৭৭৩ জন।

বাহারছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ নারীসহ ১৩ জন প্রার্থীর রেকর্ড গড়েছে উপকুলীয় এ ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ১৯,৯৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০,০৪৩ এবং মহিলা ভোটার ৯,৯৩৫ জন। সংরক্ষিত ৩টি আসনে ২০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৬৫ জনসহ মোট ৯৮ জন প্রতিদন্ধিতা করছেন।

মাত্র ৩৩৬৫ ভোটারের ৬ নম্বর সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬৬৩ এবং মহিলা ভোটার ১৭০২ জন। চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। সংরক্ষিত ৩টি আসনে ৯ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ১ নারীসহ ২৮ জন প্রার্থী রয়েছেন। সর্বমোট প্রার্থীর সংখ্যা ৪২ জন।
টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম জানান, সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্ততি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।


আরো খবর: