বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু


ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঘানার আক্রা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে থাকা আক্রার দূষণ স্কোর ৩০৬ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ১৮৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রাজধানী ঢাকা রয়েছে ৩ নম্বরে। দূষণমাত্রার তালিকায় ঢাকার স্কোর ১৭৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এরপর রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। এই শহরটির স্কোর ১৭২, এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু first appeared on DesheBideshe.



আরো খবর: