শিরোনাম ::
টেকনাফের অস্ত্র মামলায় কারাগারে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের চকরিয়ায় শিশুসন্তানকে বাড়িতে রেখে হত্যা মামলার সাক্ষী মাকে অপহরণের অভিযোগ কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেনা-উখিয়ায় জামায়াতের জেলা আমীর পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড ২৯ বস্তা টাকা বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি পান অরিজিৎ সিং জাতীয় ঐক্য ধরে রাখতে সজাগ থাকতে হবে যমুনার ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন হচ্ছে জুলাই বিপ্লবে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয় ঘটেছে এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আগামী নির্বাচনে সংসদে যেতে পারলে উখিয়ার মাধ্যমিক স্তরের প্রত্যেক শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হবে-বদি

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

উখিয়ায় শিক্ষার্থীদের মোবাইল ট্যাবলেট বিতরণী অনুষ্ঠানে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী দোয়ায় ও জনগণের ভালোবাসায় আগামী জাতীয় নির্বাচনে মহান সংসদে যেতে পারলে উখিয়া উপজেলার মাধ্যমিক স্তরের প্রত্যেক শিক্ষার্থীদের মোবাইল ট্যাবলেটের মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন পড়ালেখার মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মানবতার মা বিশ্বনন্দিত জননেত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে দোয়া কামনা করেন।

উপজেলার এমপিও ভুক্ত ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার ৩০৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের উদ্যোগে মোবাইল ট্যাবলেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুধবার(২১ জুন) দুপুরে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিটন পাল। এতে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় বলেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষাব্যবস্থায় স্মার্টফোনের ব্যবহারে শিক্ষার্থীরা তাদের মেধাকে প্রযুক্তির মাধ্যমে আরও কাজে লাগাতে পারবে।

মোবাইল ট্যাবলেটের প্রযুক্তির ব্যবহারসহ লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম বদরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে প্রমূখ।

এদিকে মোবাইল ট্যাবলেট পাওয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ কবির মাহির ও শাবনুর সাজ ইস্পী বলেন,”আমরা মোবাইল ট্যাব পেয়ে অনেক খুশি। এ ট্যাব ব্যবহার করে আমরা নিজেদের মেধাকে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগাবো। অনলাইন ক্লাস, যেকোনো শিক্ষা বিষয়ক তথ্য সহজে পেতে ট্যাবটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমাদের মাঝে মোবাইল ট্যাবলেট প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । মোবাইল ট্যাব পাওয়া উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় এই প্রযুক্তি আমরা সঠিক কাজে এটি ব্যবহারের মাধ্যমে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে বেলা ১২ টায় সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে উখিয়া কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের নবনির্মিত ভবন পায়রা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন। উপজেলা মসজিদের ইমাম ফরিদ আলম মোনাজাত পরিচালনা করেন। পরে নতুন ভবনের কৃষি কর্মকর্তার কার্যালয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা করেন কৃষি, শিক্ষা, ও উন্নয়ন বান্ধব সাবেক সাংসদ আবদুর রহমান বদি।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ,রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন মেম্বার ও ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা তৌহিদুল আলম প্রমূখ।


আরো খবর: