বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আইফােন এবার ৪টি মডেলে! – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩


যতই নতুন আইফোন উন্মোচনের সময় এগিয়ে আসছে, ভক্তদের উত্তেজনাও বাড়ছে। একটি-দুটি নয়, চারটি সংস্করণে আসছে নতুন আইফোন।

নতুন সিরিজে ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো আর ১৫ প্রো ম্যাক্স অন্যতম। নতুন মডেলের অবয়ব স্ট্যান্ডার্ড আদলের আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্সের মতো দেখতে। সঙ্গে ডায়নামিক আইল্যান্ড ডিজাইন, এ১৬ চিপসেট ও ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা আলোচিত।

আইফোন ১৫ প্রো মডেল পরের প্রজন্মের থ্রিএনএম এ১৭ চিপসেটে চলে যাবে। বডিতে থাকবে পাতলা বেজেল। কাস্টমাইজড অ্যাকশন বোতাম, যা মিউট সুইচকে প্রতিস্থাপন করবে। আপগ্রেড ক্যামেরায় থাকবে প্রো ম্যাক্স এক্সক্লুসিভ পেরিস্কোপ লেন্স। অ্যাপল উদ্ভাবিত আইফোন ১৫ সিরিজের সব ফোনই টাইপ সি থেকে চার্জ গ্রহণ করবে।

ডিজিটাল পণ্য গবেষকরা সমালোচনাও করছেন আইফোনের নতুন সংস্করণগুলোর। তাঁরা বলছেন, বিরতিতে বাজারে এলেও খুব সামান্যই পরিবর্তন আসছে আইফোনে। নতুন সিরিজ আসার আগেই ২০২৪ সালে আসন্ন আইফোন ১৬ মডেলের বহু তথ্যচিত্র প্রকাশ পেয়েছে বলে খবরে প্রকাশ। বাটন নিয়ে দীর্ঘ গুঞ্জন চললেও শেষমেশ তেমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। আইফেন ‘১৫ প্রো’ লাইনের জন্য নতুন ‘হিরো’ রংটি গুজব বলেই ধরে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট প্যান্টোন রঙেও ছবি প্রকাশ পেয়েছে। রঙের বৈচিত্র্য হবে এবারের আইফোন সিরিজের সবচেয়ে বড় আর্কষণ। গতি ও প্রসেসরে আসবে নতুন মাত্রা।

বাহ্যিক পরিবর্তন নয়, বরং ভেতরের কারিগরি দিকেই বেশি গুরুত্ব দিয়েছে অ্যাপল। নতুন মডেলের আইফোন পেতে মুখিয়ে আছেন আইফোন-ভক্তরা। অপেক্ষার সময়ও ফুরিয়ে আসছে।

এম ইউ/০৬ জুলাই ২০২৩


আরো খবর: