বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আইএমএফের ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ পেল শ্রীলঙ্কা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩
আইএমএফের ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ পেল শ্রীলঙ্কা


কলম্বো, ২১ মার্চ – স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি ঋণ এবং আর্থিক সংকটে বিপর্যস্ত দেশ শ্রীলংকাকে অবশেষে বেলআউট ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

সোমবার দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এ কথা জানান। তিনি বলেন আইএমএফ ২৯০ কোটি ডলারের বেলআউট ঋণের অনুমোদন দিয়েছে। এ ছাড়া আইএমএফ বোর্ডও ঋণ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

এতে করে দ্বীপ রাষ্ট্রটিতে দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকট নিরসনের আশা দেখা দিয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বিবিসিকে বলেন, সরকার নানারকম উদ্যোগ ও জাতীয় বিমান সংস্থার বেসরকারীকরণের মধ্যে দিয়ে তহবিল সংগ্রহ করবে।

তবে, বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে শ্রীলঙ্কা এখনও কঠিন পথের মুখোমুখি রয়েছে।

করোনা মহামারীতে আর্থিক ক্ষতিগ্রস্ত দেশটি গত এপ্রিলে নিজেরদের ঋণ খেলাপি ঘোষণা করে। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি ৭০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক আর্থিক সংকটে পড়ে ঋণ পরিশোধে ব্যর্থ হয়।

এর ফলে গত বছরের সেপ্টেম্বরে নতুন রেকর্ড গড়ে মূল্যস্ফীতি ৭৩ দশমিক ৭ শতাংশে পৌঁছায় শ্রীলংকাতে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২১ মার্চ ২০২৩





আরো খবর: