শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় জলসীমা থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে করে নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, “ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “পাঁচটি ট্রলারসহ ১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খবর পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।”

তিনি আরও জানান, ধৃত ট্রলারের মধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফের মো. কালাম ও মো. শাওন। এই দুটি ট্রলারে ১১ জন জেলে ছিলেন। বাকি তিনটি ট্রলার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আরো খবর: