শিরোনাম ::
ঘুষ-বাণিজ্য সিআইডি’তে, দাবিকৃত টাকা মাত্র একলাখ : কাঙ্ক্ষিত টাকা না পেয়ে হয়রানির অভিযোগ শামছু’র বিরুদ্ধে! ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ অস্বস্তিতে ভারত গাজায় গভীর রাতে তাঁবু ক্যাম্পে হামলা, নিহত ৪০ জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু, রাশিয়ার নেতৃত্বে লাভরভ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল করলো যুক্তরাষ্ট্র স্থানীয়দের দাবী না মানলে প্রতিরোধ করবে জনগণ- ক্যাম্পের শিক্ষক আন্দোলনে জামী চৌধুরী ব্রিটিশ রাজবধূ ক্যানসারমুক্ত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, ৫ একর বনভূমি দখলমুক্ত আছাদুজ্জামান মিয়াকে নেয়া হলো আদালতে ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অর্থ বেঁচে যাওয়ায় সব হাজীকে ৩৭ ডলার করে ফেরত দেবে আফগান সরকার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪



কাবুল, ০৪ সেপ্টেম্বর – আফগানিস্তানের হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে হাজিদের কাছ নেওয়া যেসব অর্থ বেঁচে গেছে সেগুলো ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের কার্যক্রম বুধবার (৪ সেপ্টেম্বর) থেকেই রাজধানী কাবুল ও অন্যান্য প্রদেশে শুরুর ঘোষণা দিয়েছে তারা।দেশটির ভারপ্রাপ্ত ধর্মমন্ত্রী নূর মোহাম্মদ সাকিব জানিয়েছেন, যে অর্থ বেঁচে গেছে সেখান থেকে প্রত্যেক হাজি ৩৭ ডলার এবং ৬১ আফগানি মুদ্রা করে ফেরত পাবেন।মন্ত্রী আরও জানিয়েছেন, এ বছর হজের জন্য হাজিদের কাছ থেকে ১১ কোটি ৩০ লাখের বেশি ডলার সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে খরচ হয়েছে ১১ কোটি ২০ লাখের বেশি ডলার। বাকি অর্থ সরকারের কাছে রয়ে গেছে।তিনি বলেছেন, “হজের খরচের নির্ভূল হিসাব-নিকাশের পর দেখা গেছে এ বছর সবমিলিয়ে হাজিদের পেছনে খরচ হয়েছে ১১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার ৮০০ ডলার ৮৩ সেন্ট (পয়সা)। এতে বেঁচে গেছে ১১ লাখ ১১ হাজার ১০ ডলার ১৪ সেন্ট। ফলে সব হাজি ৩৭ ডলার এবং ৬১ আফগানি করে ফেরত পাবেন।”নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিদের এসব অর্থ সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী সাকিব। যদিও তিনি বলেছেন, বেঁচে যাওয়া অর্থগুলো ব্যাংকে ট্রাস্ট হিসেবে রাখা আছে। যেহেতু এগুলো তাদেরই সম্পদ; তাই যে কোনো সময় সংগ্রহ করা যাবে।তিনি আরও জানিয়েছেন, এ বছরের মতো ২০২৫ সালেও আফগানিস্তান থেকে ৩০ হাজার মানষ হজ করার সুযোগ পাবেন। তবে তারা এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন।মন্ত্রী বলেছেন, “আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য পথে চেষ্টা করছি আমাদের জনগণ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান এবং সৌদি আরবের কাছে আহ্বান জানান যেন আমাদের হজের কোটা বাড়ানো যায়।”সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৪



আরো খবর: