ঢাকা, ১০ ফেব্রুয়ারি – অভিনেতা মামনুন হাসান ইমন, ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে হলেও পরে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে ছবিতে নাম লেখান। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা যায়।
এদিকে, অনেক আগেই বাস্তব জীবনে বিয়ে করে সংসারী হয়েছেন ইমন। ইমন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। ২০০৮ সালে আয়েশাকে বিয়ে করেন তিনি। সাত বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন।
বরাবরই ইমন তার স্ত্রী আয়েশা ইসলাম আশাকে শোবিজ অঙ্গন থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে এবার নাম লেখালেন শোবিজে। ইমন তার স্ত্রী আশার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এর মাধ্যমে অভিনয়ে নাম লেখালেন আয়েশা।
স্ত্রীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। রোমান্টিক গল্পের বিজ্ঞাপন। আশা করছি, দর্শকদেরও এটি ভালো লাগবে।
স্বামী ইমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা বলেন, ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।
খুব শিগরি বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন।
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::অভিনয়ে নাম লেখালেন নায়ক ইমনের স্ত্রী, আসছেন রোমান্টিক গল্পে first appeared on DesheBideshe.