শিরোনাম ::
তারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা আজ বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরি উন্নয়নের আহ্বান আইসিইউ নয়, এইচডিইউতে সাবিনা ইয়াসমিন পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সড়ক অবরোধ প্রিয়াঙ্কা চোপরার অভিযোগ, অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক! গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে আইসিইউতে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমীরের অনশন ‘চলবে’
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অভিনেতা নয়, তৈমুর বড় হয়ে কী হতে চায়, ফাঁস করলেন সাইফ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
অভিনেতা নয়, তৈমুর বড় হয়ে কী হতে চায়, ফাঁস করলেন সাইফ


মুম্বাই, ১০ ফেব্রুয়ারি – বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের দুই সন্তান তৈমুর এবং জেহ। সাইফ আগেই জানিয়েছিলেন, তিনি চান তার ছেলে-মেয়েও বলিউডের গ্ল্যামার জগতে কাজ করুক। যদিও ছোট ছেলে তৈমুরকে নিয়ে সম্প্রতি অন্য কথা জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে তৈমুর প্রসঙ্গে সাইফ জানিয়েছেন, বলিউডের গ্ল্যামারের নয় বরং তৈমুরের পছন্দ একটু আলাদা। খেলা আর মিউজিকের প্রতি বিশেষ আগ্রহ তার। তৈমুর লিড গিটারিস্ট বা ক্রীড়াব্যক্তিত্ব হতে চায়। তার ইচ্ছা আর্জেন্টিনায় গিয়ে ফুটবল খেলোয়াড় হওয়ার।

কারিনা বলেন, ‘তৈমুর মনে হয় না অভিনয় করতে চায়’। তখন সাইফ তৎক্ষণাৎ বলেন, ‘ও ফুটবল প্লেয়ার হতে চায়। তবে গিটার বাজানোর প্রতিও ঝোঁক রয়েছে’।
এরপরই কারিনা ফাঁস করলেন, ‘লিওনেল মেসি হতে চায় তৈমুর’। তখনই স্ত্রীয়ের কথায় সায় দিয়ে সাইফ জানান, ‘ও তো চায় আর্জেন্টিনা চলে যেতে। যাতে মেসির মতো ভালো ফুটবলার হতে পারে।’

সাইফ আলি খানের মোট চার সন্তান। তার প্রথম পক্ষে স্ত্রী অমৃতা সিং এবং তার একটি ছেলে, একটি মেয়ে। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান হলেন তাদের সন্তান। অন্যদিকে, কারিনা এবং সাইফের দুই ছেলে হলো তৈমুর এবং জেহ।

আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৪





আরো খবর: