চলমান মাদক নির্মূল অভিযানের মধ্যেও টেকরাফে আসছে ইয়াবা। গত ১৬ মে থেকে ৯ জুন পর্যন্ত ২৫ দিনে বিজিবির বিভিন্ন অভিযানে টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৭০৪টি ইয়াবা বড়ি। এসব ঘটনায় আটক করা হয়েছে ১১ জনকে।
একই সময়ে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫০টি ইয়াবা। মামলা হয়েছে ১১টি। আটক করা হয়েছে ১২ জনকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করেছে ৪২ হাজার ২৭০টি ইয়াবা। গ্রেপ্তার করেছে ৫ জনকে। কোস্টগার্ড উদ্ধার করেছে ৫০ হাজার ইয়াবা।
এছাড়া র্যাবের অভিযানে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৯৯৩টি ইয়াবা। গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। সব মিলিয়ে অভিযানের মধ্যেই প্রায় সাড়ে ৮ লাখ ইয়াবা উদ্ধার হয়েছে। এসব তথ্য সংশ্লিষ্ট বাহিনী সূত্রে পাওয়া।
এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত বিজিবি ৬৬ লাখ ৫ হাজার ৯৮০টি ইয়াবা, পুলিশ ১৬ লাখ ৩৫ হাজার ৩০, কোস্টগার্ড ৬২ লাখ ৩২ হাজার ২৫৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৭৮ হাজার ৬৪ এবং র্যাব ৪ লাখ ১৬ হাজার ৫৫৭টি ইয়াবা উদ্ধার করে। সব মিলিয়ে ১ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৮৮৭ ইয়াবা উদ্ধার করা হয়।