সুমন পল্লব,হাটহাজারী ::
এশিয়ার এক মাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে অবৈধ ঘেরাজাল ও বালুবাহী গাড়ি আটক করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সত্তারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
সুত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানতে পারেন তারা এ বিষয়ে কিছু জানেনা। পরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, হালদায় ঘেরাজাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার ও বালু উত্তোলনের খবর পেয়ে সকালে মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সত্তারঘাট এলকায় অভিযান চালিয়ে একহাজার মিটার ঘেরাজাল জব্দ করা হয়।
একই স্থানে অপর এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু বহনকারী একটি গাড়ি আটক করা হয়।