সুমন পল্লব প্রতিবেদক উত্তর চট্টগ্রাম ::
গতকাল দিবাগত রাত তিনটার দিকে হাটহাজারী পৌর সদর কাঁচাবাজার এলাকা অতি:পুলিশ সুপার আবদুল আল মাসুমের নেতৃত্বে একহাজার ইয়াবা আধাঁ কেজি গাঁজা, চারটি চাপাতি, ছয়টি ছুরি, একটি খেলনা পিস্তল সহ চারজনকে আটক করে।
আটককৃত হলেন বাহাদুর( ৩৮) ছোটন (৩৮) মো:এজাহার(৩৬) আবদুল (১৪)।
পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী পৌরসদরে কাঁচাবাজার এলাকায় ছায়ানীড় নামে এক বাড়ি থেকে তাদেরকে আটক করে।
এই ব্যাপারে ওসি তদন্ত প্রতিবেদককে জানান তাদের বিরুদ্ধে এস,আই আবদুল জলিল বাদী হয়ে অস্ত্র ও মাদকসহ দুটি মামলা রুজি করা হয়েছে।
মামলা নাম্বার ৫৪/২৫,৫৫/২৫