প্রিয় স্বদেশ,
৫০ বছরে পা রাখলে তুমি
নতুন করে জন্ম নিয়েছো তুমি
শত কোটি বাংগালীর রক্তের বিনিময়ে,
বিশ্ব মানচিত্রে এঁকেছো স্বাধীনতার আচড়।
কিন্তু হায়!!
আজ তোমার বুকের লালিত স্বাধীনতার
গলা টিপে হত্যা করছে কিছু অপশক্তির দল,
তোমার স্বপ্নের বলি দিতে চাইছে
তুমি কি বুঝতে পারছো না?
হে, প্রিয় স্বদেশ!
নাকি তুমি বোঝার শক্তিতেই নেই
নাকি বুঝেও না বোঝার ভান করে পথ চলছো।
প্রিয় স্বদেশ,
তুমি কি তোমার বুক চিড়ে পদ্মা,মেঘনা,যমুনার
বিরামহীন পথ চলা ভুলে গেছো!
তুমি কি গ্রামের মেঠোপথে
সারি সারি কাশ বনে
কিশোরীর ছুটে বেড়ানোর যে স্বপ্ন দেখেছিলে
তা ভুলে গেছো!
কি করে পারো এই বেমালুম ভুলে যাওয়াটা
ধিক তোমায় ধিক!
তুমি কি ভুলে গেছো
পহেলা বৈশাখ আর নবান্নের
বিন্নি ধানের পায়েস আর নাগরদোলায় গ্রামের বঁধুদের বাধ ভাংগা আনন্দ উল্লাসের গাথা!
প্রিয় স্বদেশ,
তুমি সব বেমালুম ভুলে গেলে;
স্বাধীনতার স্বপ্ন বুনে
পরাধীনতার শিকলে আটকে ফেলে
আজ দিব্বি খেলায় মেতেছো,
কলংকিত করেছো
তোমার স্বাধীন মানচিত্রের আচড়।।
জিনাত নেছা।
১৬,ডিসেম্বর, দুই হাজার বিশ।