
আপডেট : ১১-৩০-২০১৯
সংসদে হঠাৎ আংটি বের করে নারী এমপিকে বিয়ের প্রস্তাব (ভিডিও)

রোম, ১ ডিসেম্বর- সংসদে এক নারী এমপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আরেক এমপি। ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন ও সহায়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই হঠাৎ আংটি বের করে অপর নারী এমপিকে বিয়ের প্রস্তাব দেন এক এমপি। খবর দ্য গার্ডিয়ান’র।
সম্প্রতি ইতালির পার্লামেন্টে এ ঘটনা ঘটেছে। প্রস্তাব দেয়া এই এমপি’র নাম ফ্ল্যাভিও ডি মুরা। তিনি দেশটির ডানপন্থী দলের সদস্য। যাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছে তার নাম এলিসা ডি লিও।
বিয়ের প্রস্তাব দেয়ার পর তার আশেপাশে থাকা অন্যান্য এমপিরাও তাকে হাততালি দিয়ে শুভকামনা জানান। তবে এরপর তিনি আবার তার বক্তব্য শুরু করেন। এদিকে পার্লামেন্টে ঘটে যাওয়া এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে বেশ ভাইরাল হয়েছে।
আর/০৮:১৪/০১ ডিসেম্বর
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper