রায়হান সিকদার,লোহাগাড়াঃ
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শ্লোগান নিয়ে সারাদেশে মাদক নির্মূলে অভিযানে নেমেছে পুলিশ ও র্যাব। তারই ধারাবাহিকতায় লোহাগাড়ায়ও মাদক সম্রাটদের গ্রেফতার করতে পুলিশ মরিয়া। গত দু’দিন ধরে চলছে অভিযান। লোহাগাড়ার আনাচে-কানাচে হন্য হয়ে খুজছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। ধরপাকড়াও শুরু হওয়ায় মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে।
২৪মে (বৃহস্পতিবার ) দিনব্যাপী লোহাগাড়ার মাদক বিক্রেতা বাইট্টা কাসেম ও মাদক সম্রাট ডাইল ফোরকানকে ধরতে সদর ইউনিয়নের জোনাবির পাড়া এলাকায় দফায় দফায় অভিযান চালিয়েছে পুলিশ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লার নেতৃত্বে একটি পুলিশি টিম এই অভিযান চালায়। তবে তাদের কাউকে পাওয়া যায়নি।
একই দিন দর্জিপাড়ায়ও দিদার, বাবলু, নূরুল কবির, লোহারদিঘী পাড়ের শাহাবুদ্দিনকে আটক করতে অভিযান চালিয়েছে বলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যা উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা উক্ত প্রতিবেদককে বলেন, অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে, তাদের আটক করতে পুলিশ সর্বদা সচেষ্ট।
উল্লেখ্য, সারাদেশে গত পাঁচ দিনে ৩০ জনের বেশি মাদককারবারী পুলিশ ও র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক।