মহেশখালী থেকে ছিনতাই হওয়া মটর সাইকেলটি অবশেষে পুলিশ ৪৮ ঘন্টায় উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো: শফি (২৭) নামে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী সার্কেলের সিনিয়র এএসপি মোঃ জাহেদুল ইসলাম জানান,জেলা পুলিশের একটি দল চকরিয়ার আজিজ নগর পাহাড়ি একালায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করেছে।
উল্লেখ্য যে,গত ২৫ নভেম্বর মহেশখালীতে কর্মরত এক এনজিও কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাই হয়।