পেকুয়া প্রতিনিধি ::
কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ ঘটনায় ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ আয়াতউল্লাহকে(১৩) অাহত করেছে দূর্বৃত্তরা।
আহত স্কুল ছাত্র সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা এলাকার অাবুল কালামের ছেলে ও মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। ওই ছাত্র পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার (১৮এপ্রিল) রাত সাড়ে ১০টায় বাঘগুজরা দীঘিরপাড় এলাকায় এঘটনা ঘটে।
আহত আয়াতউল্লাহ পিতা আবুল কালাম বলেন, ঘটনার রাতে ছেলে পার্শ্ববর্তি মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই এলাকার ফোরকার ছেলেকে মারধর করে আহত করে। এক পর্যায়ে ফোরকানের নেতৃত্বে আরো কয়েকজন বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায়।
পেকুয়া থানার এসআই ইয়াকুব ভূঁইয়া হাসপাতালে চিকিৎসারত আহত স্কুল ছাত্রকে দেখে আসেন এবং দূর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।