সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মধ্যদিয়ে চট্টগ্রামে নিহত স্কুলছাত্রী তাসফিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। দুই একদিনের মধ্যেই হত্যায় দায়ীদের চিহ্নিত করা যাবে বলেও জানিয়েছে পুলিশ।খবর সময়
নগরীর গোলপাহাড় মোড় থেকে শুরু করে জিইসি মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি নিহত তাসফিয়া এবং তার বন্ধু আদনানকে বহনকারী আলাদা দুটি সিএনজি অটোরিকশা শনাক্তের চেষ্টা চলছে। একমাস আগে, তাসফিয়া আমিনের সঙ্গে ফেসবুকে আদনান নামে এক ছেলের পরিচয় হয়।
মঙ্গলবার বিকেলে নগরীর গোলপাহাড় এলাকার একটি রেস্টুরেন্টে তারা একসঙ্গে খেতে যায়। এরপর থেকেই মেয়েটির আর কোন খোঁজ পায়নি পরিবার।
সিএমপি পতেঙ্গা কর্ণফুলী জোনের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এটি একটি স্পর্শকাতর ঘটনা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিষয়টি দেখছি। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা তদন্ত করছি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আশা করছি, দুই তিন দিনের মধ্যে একটা উপসংহারে পৌঁছতে পারবো।’
সবশেষ বুধবার দুপুরে পতেঙ্গা এলাকা থেকে তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ৬ জনকে আসামি করে নিহতের বাবা একটি মামলা করেন। পরে আদালতের নির্দেশে আদনানকে কারাগারে পাঠানো হয়।