আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬৮ জন প্রার্থীর মধ্যে সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বুধবার (২৪ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। চকরিয়া নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) নজরুল ইসলাম। এর আগে মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় পাটির (এরশাদ) মনোনীত মেয়র প্রার্থী মনোয়ার আলম আপীলের প্রেক্ষিতে তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন। একইভাবে কাউন্সিলর পদে বাতিল হওয়া ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদীন তার প্রার্থীতা ফিরে পেয়েছেন ।
চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, অনুষ্ঠিতব্য চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে মেয়র পদে ৪ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী রয়েছেন। ২৫ মার্চ বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। আগামী ১১ এপ্রিল প্রথমবারের মতো ইভিএমে অনুষ্টিত হবে বহুল প্রতিক্ষিত চকরিয়া পৌরসভার নির্বাচন। এবার পৌরসভায় নারী পুরুষ মিলে মোট ভোটার রয়েছেন ৪৮ হাজার ৭২৪ জন।