কক্সবাজার সদরের ইসলামাবাদ প্রাইভেট কারের ধাক্কায় টমটম চালক নিহত হয়েছে।
২৫ নভেম্বর রাত ৮ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ শাহ ফকির বাজারে এ ঘটনা ঘটে।
নিহত টমটম চালক মোঃ তুষার (২৫)পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার ও মধ্যম নাপিতখালীর বাসিন্দা আমির হোসেনের ছেলে। পেশায় সে টমটম চালক।
জানাযায়, শাহ ফকির বাজারের মহাসড়কে পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে রাস্তা পারাপার করার সময় মোঃ তুষারকে চট্টগ্রামমুখী (ঢাকা- মেট্রো গ ১৭-৬৯৭১) নাম্বারের প্রাইভেট কার তাকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এদিকে ঘাতক কারটিকে চকরিয়া উপজেলার খুটাখালী বাসস্টেশনে জনতা আটক করে চালকসহ মালুমঘাট হাইওয়ে পুলিশেকে সোপর্দ করেন।
নিহত মোঃ তুষারের পিতা চৌকিদার আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, , আমার ভাগ্যে এটাই ছিল। আমি কোন প্রকার মামলা মোকদ্দমা দায়ের করব না।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস,আই তোফাজ্জল হোসেন অভিভাবকের আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর এবং ঘাতক কার ও চালক তাদের হেফাজত রয়েছে এবং এ ব্যাপারে আইনুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।