কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে এক নারীসহ দুইজনকে আটক করেছে র্যাব। বুধবার (১৭ এপ্রিল) ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন। আটক দুইজন সম্পর্কে ভাই-বোন বলে তিনি জানান।
আটকরা হলেন- রাজশাহীর চরঘাট উপজেলার আজিজুর রহমানের ছেলে তানভীর হোসেন (২৮) ও তার বোন রওশন আরা (৩২)।
মাশকুর রহমান বলেন, ‘কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছে এমন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো রাজশাহী নিয়ে যাচ্ছিল।’