কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ (১৫০৫৩)-দায়িত্ব গ্রহন করেছেন। বুুধবার ৬ জানুয়ারী সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন (৬৮০১)-থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
দায়িত্ব গ্রহনকালে কক্সবাজার জেলা প্রশাসনের ডিডিএলজি (উপসচিব) শ্রাবস্তি রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, সহকারী কমিশনারবৃন্দ সহ উর্ধব্তন কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ জেলা কোষাগারের দায়িত্ব বুঝে নেন।
নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ তম ব্যাচের একজন সদস্য। তিনি কক্সাবাজারের ২৩ তম জেলা প্রশাসক। নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ এরপূর্বে বাগেরহাটের জেলা প্রশাসক হিসাবে কর্মরত ছিলেন।
অপরদিকে, কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন (৬৮০১)-কে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসাবে বদলী করা হয়েছে। কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ছিলেন কক্সবাজারের ২২ তম জেলা প্রশাসক। মোঃ কামাল হোসেন ২০১৮ সালের ৪ মার্চ থেকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন।