জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে উখিয়া প্রেসক্লাব নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন হয়েছে। ২৮ এপ্রিল শনিবার উৎসবমুখর পরিবেশে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা অবধি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উখিয়া প্রেসক্লাব নির্বাচিতরা হলেন ::
সভাপতি : সরওয়ার আলম শাহীন (১৪)
সহ – সভাপতি : আমানুল হক বাবুল (১৬)
সাধারণ সম্পাদক :: কমরুদ্দিন মুকুল (২০)
সহ- সাধারণ সম্পাদক :: এ এইচ সেলিম উল্লাহ ( ১৬)
অর্থ সম্পাদক :: আমিনুল হক আমিন (১৫)
সাহিত্য সম্পাদক : সোলতান
দপ্তর সম্পাদক : হুমায়ুন কবির বাচ্চু
সদস্য : আবদুল আজিজ (২১) , রফিক উদ্দিন বাবুল ( ১৭), দীপন বিশ্বাস (১৬) , সাইফুর রহিম শাহীন ( ১৫)