কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) উখিয়া উপজেলার রাজাপালং ইউপির জলিলেরগোদা আমবাগান এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে বিজিবির সদস্যরা উপজেলার গোদারপাড় এলাকায় অবস্থান নেয়। এইসময় সন্দেহভাজন কয়েকজন লোক হেটে আসতে দেখে তাদের দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না থেমে পালিয়ে যাওয়ার সময় বিজিবি গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা পাচারকারী হেলাল উদ্দিন ইয়াবা ফেলে অন্যান্যদের সাথে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি। এইসময় ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।