করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী লকডাউনের প্রথমদিনে উখিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার উপজেলার সদর ও কোটবাজারসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান উপজেলা জুড়ে লকডাউনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩২ টি মামলায় ৫২ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ১লক্ষ ৫৫ হাজার ১০০ টাকা জরিমানা করে। এইসময় জরুরী প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এইসময় ১ লাখ ৫৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।