মোসলেহ উদ্দিন,উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে একটি রামদাসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করা হয়।
বদিউল আলম(৫৮) উখিয়ার বালুখালীর পানবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক-১৭’র বাসিন্দা।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, কুতুপালং এলাকায় কয়েকজন অস্ত্রধারী অসৎ উদ্দেশে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ বদিউলকে আটক করা হয়।
পরে সংশ্লিষ্ঠ ধারায় তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।