কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বেপরোয়া ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত হয়েছে।
নিহত যুবক রত্নাপালং ইউনিয়নের আবদুর রাজ্জাক (প্রকাশ ভেলা)র ছেলে মোঃ শাহ রেজা (৩০)।
১০ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার হিজলীয়ার ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোটবাজারমুখী একটি মোটরসাইকেলর সাথে উখিয়ামুখী একটি বেপরোয়া ডাম্পারের সংঘর্ষ হলে এতে মোটরসাইকেল আরোহী শাহ রেজা গুরুতর আহত হয়। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা আহত যুবক শাহ রেজাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ শাহ রেজা উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শোক:
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার পোস্ট সম্পাদক সাঈদ মোহাম্মদ আনোয়ার ও কক্সবাজার পোস্ট পরিবার।