বান্দরবানের আলীকদম উপজেলায়, আলীকদম-থানচি, নাইক্ষ্যংছড়ি, কুরুকপাতা, পোয়ামহুরী সড়ক, শর্টবড়ি(চাঁদের গাড়ী),মাইক্রোবাস, মালিক সমবায় সমিতি লিঃ(রেজি নং-১২১বা) পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার দ্যা দামতুয়া হোটেল কনফারেন্স কক্ষে উক্ত নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিঠির উপস্থিতিতে সাধারন সদস্যরা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে নির্বাচিত হন- মৌলানা আব্দুস শুক্কুর, সহ-সভাপতি পদে নির্বাচিত হন- এস এম জিয়া উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক নির্বাচিত হন- আনোয়ার জিহাদ চৌধুরী, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন- নজরুল ইসলাম।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটির মেয়াদকাল ৩ বছর হলেও, সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার সহ আনুষাঙ্গিক কাজের জন্য উক্ত নবনির্বাচিত কমিটির মেয়াদ কাল একবছর।